• চা, চানাচুর, আড্ডায় মুছল ফেডারেশন-প্রযোজক বিভেদ, আর কাজ বন্ধ হবে না, আশ্বাস স্বরূপের
    আনন্দবাজার | ০১ জুলাই ২০২৫
  • কোন যৌথ পরিবারে বিবাদ হয় না? কোনও ঝগড়া অচিরেই মেটে। কোনওটি আবার একটু সময় নেয়। ফেডারেশন-ছোট পর্দার প্রযোজকদের দ্বন্দ্বকে দ্বিতীয় তালিকায় ফেললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সোমবার এক ঝাঁক সাংবাদিকদের সামনে জানিয়ে দিলেন, ‘‘আগামী দিনে যত বড় সমস্যাই আসুক, কাজ আর বন্ধ হবে না। কাজ বন্ধ করলে কোনও সমস্যার সমাধান হয় না।’’ এ দিনের বৈঠকে উপস্থিত প্রযোজক নীলাঞ্জনা শর্মা, নিসপাল রানে, সুশান্ত দাস, রাহুল মোহতা, সানি ঘোষ রায়-সহ জি বাংলা, স্টার জলসা, সান বাংলার কর্মকর্তারাও। তাঁদের সামনে নীলাঞ্জনা বলেন, ‘‘এই মিটমাটটাই দরকার ছিল। আর প্রযোজক, ফেডারেশন নয়। ওরা-আমরা বিভেদ মুছে এখন থেকে আমরা একটি পরিবার।’’

    কী ভাবে এই বিভেদ মুছল? অনিবার্য প্রশ্নটি ছিল উপস্থিত সাংবাদিকদের। নীলাঞ্জনার ঝটিতি জবাব, ‘‘চা, চানাচুর আর আড্ডা। আর স্বরূপদার ইতিবাচক মনোভাব। এ সবই জমে থাকা অভিমান মুছে দিল।’’

    এই সমাধান আরও আগেও তো হতে পারত? ফেডারেশন সভাপতির কাছে প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কমের। স্বরূপের কথায়, ‘‘আমরা অনেক দিন ধরেই বিষয়টি কী করে মেটে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। সকলের সদিচ্ছা ছিল বলেই শেষ পর্যন্ত সম্ভব হল।’’ তাঁর কথার রেশ প্রযোজক সুশান্তের কথাতেও। উপস্থিত সাংবাদিকদের কাছে তাঁর আবেদন, এত দিন দু’পক্ষের দ্বন্দ্বের কথা ফলাও করে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আগামী দিনে এক পরিবারের সম্মিলিত ইতিবাচক পদক্ষেপের কথাও যেন ছাপা হয়।

    সমাধান সূত্র খোঁজার ভাবনা থেকেই গত পরশু বৈঠকে বসেছিল ছোট পর্দার প্রযোজক সংগঠন এবং ফেডারেশন। দীর্ঘ আলোচনায় টেকনিশিয়ানদের ৩০ শতাংশ মজুরি বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন শৌচালয়-সহ নানা দাবি গৃহীত হয়। স্বরূপ জানান, কলাকুশলীদের মজুরি ৩০ শতাংশই বেড়েছে। সঙ্গে একটি ত্রিপাক্ষিক কমিটি গঠিত হয়েছে। প্রযোজক, চ্যানেল এবং ফেডারেশনের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যক সদস্য এই কমিটিতে থাকবেন। তাঁরা সবার সমস্ত দাবি কমিটির কাছে তুলে ধরবেন।

    এই দ্বন্দ্বের কারণেই বলিউড থেকে ধারাবাহিকের কাজ করতে চাওয়া বহু প্রযোজক কলকাতায় এসেও ফিরে গিয়েছেন। কাঠগড়ায় ফেডারেশনের ‘একুশে আইন’। সেই দ্বন্দ্বও কি মিটবে?

    স্বরূপ বলেছেন, ‘‘শুধু বলিউড কেন, দক্ষিণ ভারত থেকেও এখানে ছোট পর্দার শুটিং হবে। স্টার ভারতীর বৈঠকে যোগ দিতে যাচ্ছি। আশা করি, আপনাদের ভাল খবর দিতে পারব।’’

    পরিচালকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব মিটবে না?

    ফেডারেশন সভাপতির মতে, জুলাইয়ের দ্বিতীয় রবিবার ছোট পর্দার সমস্ত পরিচালকদের নিয়ে বৈঠক হবে। তাঁদেরও এক পরিবারের আওতায় আনা হবে। বড় পর্দার পরিচালকেরা কি ব্রাত্য? ফেডারেশন সভাপতির হাসিমাখা জবাব, ‘‘ইতিমধ্যেই দেড়শো পরিচালকের সঙ্গে আমরা বসেছি। বাকিদেরও স্বাগত।’’ একটু থেমে যোগ করেছেন, যাঁরা আইনি পথে সমাধান চান তাঁরা তাঁদের মতো করে অবশ্যই সমাধান খুঁজতে পারেন।
  • Link to this news (আনন্দবাজার)