• কসবার ঘটনায় মনোজিৎ-প্রমিত-জ়ইবকে কলেজ থেকে বহিষ্কার
    এই সময় | ০১ জুলাই ২০২৫
  • কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। তিন জনকে বহিষ্কার করা হলো কলেজ থেকে। মনোজিৎ এই আইন কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী। সেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে। অন্য দিকে প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদ এই কলেজের পড়ুয়া। তাঁদেরও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জিবি মিটিং শেষে এমনটাই জানান বিধায়ক ও কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। তিনি জানান, শিক্ষা দপ্তরের সুপারিশ মেনেই তিন জনকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে।

    সবিস্তারে আসছে

  • Link to this news (এই সময়)