• ‘বাঁকুড়া সমবায় বিপণি’-তে চালু হলো অনলাইন পরিষেবা, বাড়িতে বসেই মিলবে জিনিস
    এই সময় | ০১ জুলাই ২০২৫
  • এতদিন দোকানে এসেই তাঁরা প্রয়োজনীয় জিনিস কিনতেন। কিন্তু এ বার থেকে সেই পরিষেবার বদল হতে চলেছে। সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে অনলাইন পরিষেবা চালু করল ‘বাঁকুড়া সমবায় বিপণি’। বাঁকুড়ার মাচানতলায় রয়েছে এই সমবায় বিপণি। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের মাধ্যমে সেই এলাকায় অনলাইন পরিষেবার সূচনা করা হয়। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নকুলচন্দ্র মাহাতো, জেলা পরিষদের মেন্টর অরূপ খাঁ-সহ অন্যান্যরা।

    এতদিন এলাকাবাসীকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাঁকুড়া সমবায় বিপণির দোকানে আসতে হতো। এ বার থেকে তাঁরা বাড়িতে বসেই নিজেদের পছন্দমতো জিনিস কিনতে পারবেন। এর জন্য সমবায় বিপণির নির্দিষ্ট মোবাইল অ্যাপ রয়েছে। সেখানে তাঁরা প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। এর পাশাপাশি সমবায় বিপণির হোয়াটসঅ্যাপ নম্বরেও জিনিস অর্ডার করা যাবে। এর জন্য় গাড়ি রাখা হবে। সেই গাড়িতে করেই জিনিস নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

    বাঁকুড়া সমবায় বিপণির অনলাইন পরিষেবা চালুর পরে খুশি ক্রেতারা। তাঁরা জানিয়েছেন, প্রতিদিনকার টুকিটাকি প্রয়োজনে আর তাঁদের বাজারে আসার প্রয়োজন হবে না। এ দিন অনুষ্ঠানে আসা একজন ক্রেতা মিনু দত্ত বলেন, ‘এ বার থেকে আমাদের অনেক সুবিধা হবে। অনেক সময়ে আমরা নিজেরা এসে জিনিস কিনতে পারি না। তবে আর কোনও অসুবিধা রইল না। যখন খুশি আমরা বাড়ি থেকেই প্রয়োজনীয় জিনিসপত্রের অর্ডার করতে পারব।’

    বাঁকুড়া সমবায় বিপণির ডিরেক্টর বিশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। শুধুমাত্র বাঁকুড়া নয়, সিমলাপাল, ছাদনা, সারেঙ্গা-সহ একাধিক জায়গা থেকে এই পরিষেবা কবে শুরু হবে তা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। এখন আমরা সাত থেকে আট কিলোমিটারের মধ্যে এই পরিষেবা দেব। আপাতত ৭২২১০১ এই পিন নম্বর এলাকার বাসিন্দারা এই পরিষেবা পাবেন। আগামী দিনে এর পরিধি বাড়বে। সোমবার থেকেই এই পরিষেবা শুরু করা হলো।’

  • Link to this news (এই সময়)