• শব্দে কেঁপে উঠল এলাকা, ঝরল রক্ত, রাজ্যে ফের খুন তৃণমূল কর্মী
    আজকাল | ০১ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজিতে মৃত্যু তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের নওদা থানার আলিনগর গ্রামে। মৃতের নাম রফিকুল শেখ (৪৮)। পুলিশ সূত্রে খবর, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কমপক্ষে ১৮ জনের বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। খুনের ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে রফিকুল  এবং তার খুড়তুতো ভাই হাফিকুল শেখের মধ্যে বিবাদ চলছিল। কিছুদিন আগে এক ভাই অন্য ভাইয়ের জমির কিছু অংশ নিয়ে বাড়ি তোলায় বিবাদ চরমে ওঠে। দু'পক্ষই বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখানে কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। মঙ্গলবার সকালে আবারও জমি নিয়ে ঝামেলা বাধে দুই ভাইয়ের। তখনই এক পক্ষ বোমা ছোড়ে অন্য পক্ষকে। আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয় রফিকুল শেখ নামে ওই ব্যক্তির । 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের জমি নিয়ে বিবাদের ঘটনাটি নওদা থানার আধিকারিকেরা বহুদিন ধরেই জানতেন। মৃতের পরিবারের দাবি, পুলিশের অনুমতি নিয়ে মঙ্গলবার সকাল থেকে নতুন করে বাড়ি ঢালাই করার কাজ শুরু করে রফিকুল। অভিযোগ, সেই সময় পরিবারের কিছু লোকজন এবং কয়েকজন গ্রামবাসীকে নিয়ে এসে রফিকুলের বাড়িতে হামলা চালায় হাফিকুল। ঘটনার সময় বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। একটি বোমা রফিকুলের বুকের উপর পরে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  বোমাবাজি এবং সংঘর্ষের ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।  আহতরা বর্তমানে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। 

    মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা স্থানীয় তৃণমূল নেতা মোশারফ হোসেন মধু বলেন ,'মৃত ব্যক্তি আমাদের দলের কর্মী ছিলেন। তবে এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।' বোমাবাজির পরই গ্রামে পৌঁছয় নওদা থানার পুলিশ। রফিকুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  গ্রামে এত বোমা  কোথা থেকে তা তদন্ত করে দেখছে নওদা থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)