সংবাদদাতা, ময়নাগুড়ি: পুরসভার নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এখনও ময়নাগুড়ি শহরে চলছে নম্বরবিহীন টোটো! পুরসভার থেকে দেওয়া টোটোর নম্বর প্লেট এখনও সংগ্রহ না করেই শহর এলাকা দিয়ে টোটো চালানো হচ্ছে বলে অভিযোগ।তথ্য অনুযায়ী, ময়নাগুড়ি পুরসভা থেকে মাত্র ৬৫০ জন টোটো চালক এখন পর্যন্ত নম্বর প্লেট জোগাড় করেছেন। কিন্তু এদের মধ্যে অনেকে আবার নম্বর প্লেট নিয়ে বাড়িতে ফেলে রেখেছেন বলে অভিযোগ। এছাড়াও, বহু টোটো চালক আবার নম্বর প্লেট আনতেই যাননি পুরসভায়। ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী জানিয়েছেন, “কয়েক মাস আগে টোটোর নম্বর প্লেট দেওয়ার শেষ তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা পুলিসের সঙ্গে কথা বলব। যাদের নম্বর প্লেট নেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”