ময়নাগুড়িতে ট্যাঙ্কার-বাইকের সংঘর্ষ, মৃত্যু গৃহবধূর
বর্তমান | ০১ জুলাই ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: সাতসকালে ময়নাগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাঙ্কার-বাইকের সংঘর্ষের জেরে মৃত্যু হল এক গৃহবধূর। মঙ্গলবার সকালে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটেছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির এক দম্পতি জলপাইগুড়ির দিক থেকে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ির দিকে ফিরছিল। সেই সময় একই পাশে যাচ্ছিল আরও একটি ট্যাঙ্কার গাড়ি । কোনও ভাবে সেই গাড়ির সঙ্গে গৃহবধূর ধাক্কা লাগে। বাইক থেকে পড়ে যান তিনি। এরপরই ঘাতক গাড়ির চাকার নিচে পড়ে যান সেই মহিলা। শরীরের উপর দিয়ে চলে যায় ট্যাঙ্কার। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক গাড়িটিও। সেটির খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিস। দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।