• গোরু বাঁধাকে কেন্দ্র করে দু’পক্ষের ব্যাপক মারপিট, জখম ৪
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কোচবিহার: জমিতে গোরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিট। ঘটনায় গুরুতর জখম চারজন। আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবি গ্রামপঞ্চায়েত এলাকায়। বর্তমানে আহতরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদেব তালুকদার ও শুকদেব তালুকদার নামে দুই ব্যক্তির একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এদিন ওই জমিতে সুদেব গোরু বাঁধতে গেলে শুরু হয় বচসা। অভিযোগ ওই সময়ে সুদেব তালুকদারের বাড়িতে চড়াও হয়ে তাঁকে ও তার স্ত্রী, ছেলেকে মারধর করে শুকদেবরা। স্থানীয়রা জখমদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)