• মুর্শিদাবাদে বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, এলাকায় ব্যাপক উত্তেজনা, পুলিসকে ঘিরে বিক্ষোভ!
    বর্তমান | ০১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সাতসকালে  মুর্শিদাবাদের নওদায় চাঞ্চল্যকর ঘটনা। বোমাবাজির জেরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।পুলিস সূত্রে খবর, মৃতের নাম আফিকুল শেখ (৫০)। বাড়ি নওদার আলিনগরে। পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে মঙ্গলবার সকালে চাচাতো ভাইদের সঙ্গে তিনি গণ্ডগোলে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বোমার আঘাতে ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে আফিকুলের। বোমাবাজির তীব্র শব্দ ও মৃত্যুর খবর চাউর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছতেই নওদা থানার পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বেলা প্রায় ১১টা পর্যন্ত ঘটনাস্থল থেকে মৃতদেহ বের করতে পারে নি পুলিস। দোষীদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। 
  • Link to this news (বর্তমান)