নিয়োগ দুর্নীতিতে এখনই সিবিআই নয়, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা মামলায় পর্যবেক্ষণ বিচারপতির
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগে একাধিক গরমিল, নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত করতে চায় সিবিআই। তবে সিবিআইয়ের এফআইআর-এর আবেদনে সম্মতি দিল না হাইকোর্ট। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি। সেই দিন কমিশনকে আদালতে জমা দিতে হবে মেধা তালিকা, মঙ্গলবার এমনই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।সিবিআইয়ের পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী মঙ্গলবার আদালতে জানান, “আমাদের কাছে তদন্তে বিভিন্ন তথ্য উঠে এসেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কিন্তু সেটা নিয়ে তদন্ত করা আমাদের এক্তিয়ারে নেই। যতক্ষণ আদালত কোনও নির্দেশ দিচ্ছে।আমরা এখনও এই বিষয়গুলো তদন্ত করিনি।”বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই-এর উদ্দেশ্যে প্রশ্ন করেন, তার মানে সিবিআই একটি পৃথক এফ আই আর করতে চাইছে?সিবিআইয়ের পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী এর উত্তরে জানান, “আমাদের এবিষয়ে তদন্ত করতে গেলে আলাদা করে এফআইআর করে চার্জশিট জমা দিতে হবে নিম্ন আদালতে।”আবেদনকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতির উদ্দ্যেশ্যে বলেন, “শেষ শুনানিতে আপনি কমিশনকে মেধা তালিকা জমা দিতে বলেছিলেন।”বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, শুক্রবার পরবর্তী শুনানির দিন জমা দেবে কমিশন। পরবর্তী শুনানি ৪ জুলাই দুপুর ২ টোয়।