নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ায় চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার দুপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা, মা ও ছেলের দেহ। জগাছা থানার রামরাজাতলা হাটপুকুরের এই ঘটনায় এলাকা উত্তেজনা ছড়িয়েছে।পুলিস সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন গৃহকর্তা বলরাম খাঁ (৬৫), তার স্ত্রী শেলি খাঁ (৫৭) এবং ছেলে সম্বৃত খাঁ (৩০)। এদিন দুপুর একটা নাগাদ আবাসনের বাসিন্দারা ফ্ল্যাট থেকে তাঁদের সাড়াশব্দ না পেয়ে পুলিসে খবর দেন। জগাছা থানার পুলিস এসে তিনটি মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, কীটনাশক জাতীয় বিষ খেয়ে সোমবার রাতেই আত্মঘাতী হয়েছেন তিনজন। আপাতত মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিসের কর্তারা।