নতুন বিধি এনে জটিলতা কেন? স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের ২০২৫ সালের বিধি চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন মামলাকারী। সেই মামলায় আজ একাধিক প্রশ্ন শুনতে হল কমিশনকে।এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, “যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরানো বিধি অনুযায়ী নিয়োগ হবে সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন?” পাশাপাশি তিনি জানতে চান, “৩০ মে'র নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট করে বারণ করা হল না?” এ বিষয়ে আগামী সোমবার অর্থাৎ ৭ জুলাইয়ের মধ্যে রাজ্য ও কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।