আমার কোনও মন্তব্যে দল অস্বস্তিতে পড়লে আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী: মদন মিত্র
বর্তমান | ০১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে। রাজ্যের শাসক দলও এক্ষেত্রে বারবার দোষীদের শাস্তির দাবিতেই সরব হয়েছে। তবে সম্প্রতি তৃণমূল নেতা মদন মিত্রের এ প্রসঙ্গে বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। বিষয়টি দলের নজরে আসতেই, ২৯ জুন শোকজ করা হয় মদনকে। মঙ্গলবার সেই শোকজের উত্তর দিলেন তিনি।সূত্রের খবর, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে হোয়াটসঅ্যাপে শোকজের উত্তর দিয়েছেন মদন মিত্র। সেখানে তিনি বলেছেন, “দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজীবন অনুগত থাকব। যতদিন বেঁচে থাকব ততদিন তৃণমূল কংগ্রেসই থাকব। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই সারা জীবন কাজ করে যাব।”কসবার ঘটনার মন্তব্য প্রসঙ্গে মদনের বক্তব্য, “আমার কোনও মন্তব্যে দল অস্বস্তিতে পড়ে থাকলে তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। তবে আমার পুরো বক্তব্যের ভিডিওটি আন এডিটেড ভাবে দল যেন একবার দেখে নেয়, তারপর পূর্ণাঙ্গ বিচার-বিশ্লেষণ করে।”