দীর্ঘ জল্পনার অবসান। রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র। মেয়াদ বাড়ল মুখ্যসচিব মনোজ পন্থের। ৬ মাসের জন্য মেয়াদ বাড়ার অনুমোদন দিল কেন্দ্র। প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতেই এই নির্দেশ কেন্দ্রের। ৩০জুন মনোজ পন্থের মুখ্যসচিব পদে মেয়াদের শেষ দিন ছিল। কিন্তু রাজ্য সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁর পদের মেয়াদকাল বাড়লো।
প্রসঙ্গত, ২০২৩ সালের জুন মাসে মুখ্যসচিব হন মনোজ পন্থ। তাঁর নেতৃত্বে রাজ্য প্রশাসন পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দফা সামলেছে। ভগবতী প্রসাদ গোপালিকার পর রাজ্যের মুখ্যসচিব হয়েছেন মনোজ পন্থ। তার আগে অর্থদপ্তরের দায়িত্ব সামলেছেন। ওই বিভাগের সচিব ছিলেন পন্থ। গত আগস্টে নবান্নের তরফে সচিব পদে রদবদল করা হয়। তাতে দেখা গিয়েছিল, অর্থ দপ্তরের মনোজ পন্থকে সরিয়ে তুলনায় কম গুরুত্বপূর্ণ সেচদপ্তরের বদলি করা হয়। তাঁর বদলে রাজ্যের অর্থসচিব করা হয়েছিল প্রভাতকুমার মিশ্রকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব পদে বসানো হয় ১৯৯১ ব্যাচের এই আইএএস অফিসার মনোজ পন্থকে।
প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন ছিলেন তিনি।