• নিহত তামান্নার বাড়িতে বিমান বসু
    দৈনিক স্টেটসম্যান | ০১ জুলাই ২০২৫
  • নদিয়ার কালীগঞ্জ মোলান্দিতে বোমা বিস্ফোরণে নিহত শিশুকন্যা তামান্না খাতুনের পরিবারের সঙ্গে দেখা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কথা বলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে। পরিবারের সদস্যদের মনোবল রাখার কথা বলেন বিমান বসু।

    সোমবার তামান্নার পরিবারের সঙ্গে দেখা করার পর বিমান বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পুলিশ সঠিক কাজ করেনি। সেই কারণেই গ্রামবাসীরা পুলিশের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। ৮ দিন হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ২৪ জন অভিযুক্তরা ধরা পড়েনি। মাত্র ৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে বলেই মনে করছেন বামফ্রন্ট চেয়ারম্যান।

    তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিমানবাবু এসেছিলেন। দেখা করলেন, কথাও বলেছেন। প্রশাসনের উপর আস্থা রয়েছে। কিন্তু তদন্তে অগ্রগতি প্রয়োজন। তদন্তে অগ্রগতি না হলে অন্য উপায় ভাববো। প্রয়োজনে আমরণ অনশনে বসব। আমি দোষীদের ফাঁসি চাই।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)