স্বাস্থ্যসাথীর টাকা পেতে হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার! কাঠগড়ায় পানিহাটির নার্সিংহোম
প্রতিদিন | ০১ জুলাই ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। স্বাস্থ্যসাথী কার্ডে তাঁর অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু হার্নিয়া অস্ত্রোপচারে কোনও টাকা পাওয়া যাবে না। ফলে হার্নিয়ার বদলে রোগীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটির এক বেসরকারি হাসপাতালে। বাড়ি ফেরার পরেও শয্যাশায়ী বিশ্বজিৎ দাস নামে ওই রোগী। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।
পানিহাটির ১ নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস হার্নিয়ার সমস্যায় ভুগছেন। পানিহাটি হাসপাতালে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওই হাসপাতালেই কর্মরত চিকিৎসক বিশ্বজিৎ দাস। তাঁর নিজের নার্সিংহোম আছে বলেও খবর। অভিযোগ, রোগীকে পরামর্শ দেওয়া হয় সেই নার্সিংহোমে অস্ত্রোপচার ও চিকিৎসা করানোর। সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন রোগী। তাঁর দাবি, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচার হবে, সেই কথা চিকিৎসক জানিয়েছিলেন। সেই আশ্বাস পেয়েই বিশ্বজিৎ দাস ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়া অস্ত্রোপচারের সুবিধা পাওয়া যায় না। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষের টাকার দরকার ছিল। সেজন্য হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয় বলে অভিযোগ।
অস্ত্রোপচার সফল বলেও রোগী ও তাঁর পরিবারকে জানানো হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই রোগী অনুভব করেন, হার্নিয়ার জায়গা উঁচু হয়ে আছে। ক্রমে ব্যথাও বাড়তে থাকে। পরিবারের লোকজন তাঁকে নিয়ে গিয়ে ইউএসজি পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায়, হার্নিয়া একই জায়গায় আছে। কোনও অস্ত্রোপচারই সেখানে হয়নি। কিন্তু তাহলে কিসের অস্ত্রোপচার করা হল? পরবর্তীতে জানা যায়, নার্সিংহোমে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ টাকা পাওয়ার জন্য এই কাজ করেছে, এমনই অভিযোগ করেছেন রোগী ও তাঁর পরিবারের সদস্যরা। এই মুহূর্তে রোগী বাড়িতেই রয়েছেন। পরিবারের লোকজনও ঘটনায় প্রবল দুশ্চিন্তায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক কোনও ফোন ধরছেন না বলে খবর। ওই নার্সিংহোম কর্তৃপক্ষও কোনও প্রকার মন্তব্য করতে নারাজ। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি তুলেছে ওই পরিবার। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।