• কলেজে প্রাক্তনীদের অবাধ প্রবেশে নিষেধ, শর্তসাপেক্ষে নির্দেশিকা জারি দক্ষিণ কলকাতার আইন কলেজের
    এই সময় | ০১ জুলাই ২০২৫
  • দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গণধর্ষণের ঘটনার জেরে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ কিছু বিধিনিষেধ জারি করল। মূলত কলেজের ভিতরে প্রাক্তনীদের অবাধ আনাগোনা রুখতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

    মঙ্গলবার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, কোর্স শেষ করার পরে প্রাক্তন পড়ুয়ারা পাঁচ বছর পর্যন্ত কলেজে ছাত্র সংসদের কোনও অনুষ্ঠানে আসতে পারবেন না। এমনকী তাঁদের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হবে না।

    যদি কোনও প্রাক্তনী পাশ করার পাঁচ বছরের মধ্যে-

    তবে কলেজের সরস্বতীপুজো, প্রাক্তনীদের ক্রিকেট ও ফুটবল ম্যাচে তাঁরা আসতে পারবেন। তাঁদের কলেজ ক্যাম্পাসে ঢোকার ছাড় মিলবে।

  • Link to this news (এই সময়)