• মেমারি গ্রামীণ হাসপাতালে বাড়ল বেডের সংখ্যা, ১০০ শয্যার ঝাঁ চকচকে নতুন ভবন
    এই সময় | ০২ জুলাই ২০২৫
  • ১০০ বেডের নতুন ভবনের উদ্বোধন হলো মেমারি গ্রামীণ হাসপাতালে। পূর্ব বর্ধমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল এটি। শুধু মেমারি শহরই নয়, জামালপুর, মন্তেশ্বর, হুগলির কিছু অংশের মানুষ অনেকটাই নির্ভর করে থাকেন এই হাসপাতালের উপর।

    রোগীদের দীর্ঘদিনের দাবি ছিল মেমারির এই হাসপাতালের পরিষেবা আরও উন্নত হোক। হাসপাতালের শয্যাসংখ্যাও বাড়ুক। সেই দাবিকে মান্যতা দিয়ে নতুন ভবন তৈরি করা হয় হাসপাতাল চত্বরেই। মঙ্গলবার থেকে এ বার সেখানেই মিলবে পরিষেবা। খুশি রোগীর আত্মীয়রাও।

    ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিস বালা বলেন, ‘এমার্জেন্সি, মেল জেনারেল ওয়ার্ড, ফিমেল জেনারেল ওয়ার্ড নতুন বিল্ডিংয়ে আনা হলো। ১৪০ বেডের স্টেট জেনারেল হাসপাতালের প্রস্তাবও দিয়েছি আমরা। তার অনুমোদন পেলে আমরা নতুন লোকও পাব। তখন পরিষেবাও আরও বাড়বে। তবে এ বার বেড বাড়ল। বেডের টানাটানি ছিল, সেটা আশা করি এ বার থেকে আর হবে না। পেশেন্টকে বেডের জন্য চিন্তা করতে হবে না।’

  • Link to this news (এই সময়)