• ঘরের মধ্যে পরপর পড়ে রয়েছে দেহ, হাওড়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে চমকে উঠল পুলিশ, কী হয়েছিল!...
    আজকাল | ০২ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার আবাসনের ঘরে। মঙ্গলবার হাওড়ার জগাছা থানার হাটপুকুর এলাকায় একটি আবাসনের ঘর থেকে উদ্ধার হল ছেলে ও তাঁর বৃদ্ধ মা এবং বাবার দেহ। সকাল থেকে তাঁদের পরিবারের লোকেরা যোগাযোগ করতে চেয়ে তাঁদের ফোন করছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের ভিতর থেকে তিনটি দেহ উদ্ধার করে। 

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বলরাম খাঁ (৫৬) ছিলেন জীবন বিমা সংস্থার এজেন্ট। তাঁর  স্ত্রী শেলী খাঁ ছিলেন ডাক বিভাগের কর্মী। বছর ৩৩ এর ছেলে সম্বিত একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রাথমিক তদন্তে অনুমান, তিনজনেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন আত্মঘাতী হলেন তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। 

    মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছেন মৃত শেলি খাঁয়ের দিদি স্বাতী মিত্র মুস্তাফি। মঙ্গলবার তিনি বলেন, ‘‌বোন সকালে কাজে বেড়িয়ে যায় বলে ফোন করিনি। রাতে ফোন না ধরায় এদিন বাড়ি এসেছিলাম। বাড়িতে এসে দেখি এই অবস্থা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে মৃতদেহ।’‌ 

    স্থানীয় বাসিন্দা ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, ভদ্রলোক এলআইসির এজেন্টের কাজ করতেন। স্ত্রী পোস্ট অফিসের কর্মী। ছেলে একটি আইটি সেক্টরে কাজ করতেন। ছেলেটি খুব অন্তর্মুখী। এঁদের পরিবারের লোকেরা পাড়ায় কাউকেই কিছু সমস্যার কথা জানাতেন না।

    পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ। পুলিশ মনে করছে তাঁরা আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (আজকাল)