• সেভ ড্রাইভ সেফ লাইফ প্রচারে অভিনব উদ্যোগ, চুঁচুড়া-চন্দননগরের রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা...
    আজকাল | ০২ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির আওতায় চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল দুটি বর্ণাঢ্য র‍্যালি ও একটি ট্রাফিক সচেতনতা কর্মশালা। ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে মুখর ছিল চুঁচুড়া ও চন্দননগরের রাস্তা। এদিন র‍্যালির সূচনা হয় চুঁচুড়া ঘড়ির মোড় থেকে। সেখানে হাতে ট্যাবলো নিয়ে স্কুলের ছাত্রছাত্রী, ট্রাফিক পুলিশ ও পথচারীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রছাত্রীরা স্লোগান দেন— ‘বাঁচাতে জীবন, মানুন ট্রাফিক নিয়ম’, ‘হেলমেট পড়ুন, সুরক্ষিত থাকুন’, ‘ওভারস্পিড নয়, নিরাপত্তাই আগে’।

    একইসঙ্গে চন্দননগর ট্রাফিক গার্ড থেকে শুরু হওয়া দ্বিতীয় র‍্যালিটি প্রায় ২২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভদ্রেশ্বর পর্যন্ত যায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ট্রাফিক সচেতনতা কর্মশালা। সেখানে শিক্ষার্থীদের সামনে ট্রাফিক নিয়মাবলী ও নিরাপদ ভাবে রাস্তায় চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি আবিদ হোসেন, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা এবং ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ প্রমুখ। এডিসিপি দেবাশিস সরকার বলেন, ‘পথ দুর্ঘটনার অধিকাংশই হয় অসচেতনতা এবং নিয়ম না মানার জন্য। ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ কেবল সরকারি স্লোগান নয়, এটি প্রতিটি নাগরিকের ব্যক্তিগত দায়িত্ব’। সচেতনতামূলক এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি আরও আয়োজন করা হবে।
  • Link to this news (আজকাল)