• নেই প্রয়োজনীয় পরিকাঠামো, মৃত্যু প্রসূতি ও শিশুর, নামী বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হল...
    আজকাল | ০২ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসার নামে প্রহসন। পরিকাঠামোহীন বেসরকারি হাসপাতালে বেআইনিভাবে স্বাস্থ্যের 'ব্যবসা'  চালানোর অভিযোগে লাইসেন্স বাতিল করা হল মালদার কালিয়াচকের একটি নামী বেসরকারী হাসপাতালের। এরপর থেকে ওই হাসপাতালে কোনো রোগী ভর্তি করা বা চিকিৎসা করা যাবে না। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতা থেকেও বাতিল এবং সঙ্গে করা হল পাঁচ লক্ষ টাকা জরিমানা। কঠোর পদক্ষেপ মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের।

    জানা গিয়েছে, সম্প্রতি ওই বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পরই মৃত্যু হয়েছিল এক প্রসূতির। প্রসূতির মৃত্যুর খবর জানানোই হয়নি পরিবারকে। তিনদিনের মাথায় প্রাণ হারিয়েছিল সদ্যোজাত শিশুও। এই ঘটনায় কালিয়াচকের ওই বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি হাসপাতালে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম। তদন্তে একাধিক গাফিলতি নজরে আসে ওই প্রতিনিধিদলের সদস্যদের। স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়া রোগীদের নথিপত্রেও একাধিক গরমিল ধরা পড়ে। ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের রিপোর্টের ভিত্তিতে শুনানিতে ডাকা হয় ওই বেসরকারী হাসপাতালের কর্তৃপক্ষকে। তাঁদের তরফে সন্তোষজনক জবাব না পেয়ে এবং সবকিছু খতিয়ে দেখে  অবশেষে ওই বেসরকারি হাসপাতালকে জরিমানা করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।  হাসপাতাল কর্তৃপক্ষকে করা হয়েছে ৫ লক্ষ টাকা জরিমানা। এই নির্দেশ দিয়েছেন মালদার অতিরিক্ত জেলাশাসক। 

    পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ী ওই বেসরকারী হাসপাতালের প্রসঙ্গে বলেন, লাইসেন্স বাতিলের পাশাপাশি ওই বেসরকারী হাসপাতালকে  স্থায়ীভাবে স্বাস্থ্যসাথীর তালিকা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।

    মালদা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বাঙ্গীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক মুনাফা লাভের জন্য রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা জেলা প্রশাসনের এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করছি।'
  • Link to this news (আজকাল)