পালং পরোটা থেকে চিকেন কষা, বাসন্তি পোলাওয়ের সঙ্গে যোগ হল রসগোল্লা, শিয়ালদহ-দিল্লি রাজধানীর রজত জয়ন্তীতে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা ...
আজকাল | ০২ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রজত জয়ন্তী পূর্ণ হল শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসের। অন্যরকম এই বিশেষ মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছিল ট্রেন। এদিন যে ট্রেনটি যাত্রী নিয়ে নির্দিষ্ট ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ট্রেনের এসি (১) কামরায় ফুটিয়ে তোলা হয়েছিল ব্রিটিশ আমল এবং পরবর্তী সময়ে কলকাতা ও দিল্লির উন্নয়নের খন্ডচিত্র। যাত্রীদের অভ্যর্থনা জানিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হল ফুল। পতাকা নেড়ে এদিনের ট্রেন যাত্রার সূচনা করলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজিব সাক্সেনা।
গত ২০০০ সালের ১ জুলাই শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। প্রথমে সপ্তাহে দু'দিন এবং পরে পাঁচদিন করে চললেও এরপর প্রতিদিন চলতে শুরু করে রাজধানী এক্সপ্রেস। মঙ্গলবার ১ জুলাই এই ট্রেনের যাত্রা পা দিল ২৫ বছরে। রেলের এক আধিকারিক জানান, শুরুর দিন থেকে ২৫ বছরে পা দেওয়া পর্যন্ত এমন কোনও দিন যায়নি যেদিন এই ট্রেনের সমস্ত আসন পূর্ণ হয়নি।
২৫ বছর উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজিব সাক্সেনা বলেন, 'ঐতিহাসিক মুহূর্ত। আনন্দনগরীকে রেলের তরফে উপহার।' এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে রেলের তরফে যাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ খাবার। অন্যান্য জিনিসের সঙ্গে মেনুতে রাখা হয়েছে পরোটা, চিকেন কষা এবং সেইসঙ্গে রসগোল্লা।