সল্টলেকে সরকারি আবাসন থেকে উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ, আত্মহত্যা নয় দাবি পরিবারের, তদন্তে পুলিশ...
আজকাল | ০২ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকের বিসি ব্লকে সরকারি আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কলকাতার একটি নামী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীর দেহ। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করতে পারে না তাদের মেয়ে। তদন্তে নেমেছে উত্তর বিধাননগর থানার পুলিশ।
গত ২৯ শে জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি বিচিত্রা আবাসন ৪৪/১ ফ্ল্যাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানা গিয়েছে, চার তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছে ওই ছাত্রী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সল্টলেকের বেসরকারি হাসপাতালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সোমবার দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।
তবে কিশোরির বাবার অভিযোগ, এই ধরনের কোনও ঘটনা ঘটাতে পারে না তাঁর মেয়ে। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষা দপ্তরের ডিআই, মা সল্টলেক লবণ হ্রদ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। গত ২৯ তারিখ মা বেড়াতে গিয়েছিলেন। মায়ের সঙ্গে মুড়ি এবং সিঙ্গারা খেতে খেতে খুনসুটি করে। হোয়াটস অ্যাপ চ্যাটে তা প্রমাণিত হয়েছে। বাবা সেই সময় বাজারে বেরিয়েছিলেন ৩০ মিনিটের জন্য। তাঁরই মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যাবে তা কার্যত মেনে নিতে পারছে না পরিবার।
পরিবারের পক্ষ থেকে আত্মহণের তত্ত্ব খারিজ করে উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি না থাকায় তদন্তে খানিকটা বেগ পেতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এই মুহূর্তে মেয়েটির ফোন এবং বেশ কয়েকটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।