• লেপের মধ্যে জড়ানো মহিলার গলা কাটা দেহ, চাঞ্চল্য বসিরহাটে
    প্রতিদিন | ০২ জুলাই ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: ঘরের ভিতরে লেপ, তোষক জড়ানো অবস্থায় উদ্ধার হল এক মহিলার গলা কাটা মৃতদেহ। দেহের একাধিক জায়গায় পচন ধরেছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, বেশ কয়েকদিন আগেই তাঁকে ‘খুন’ করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। মৃত মহিলার নাম মানোয়ারা বিবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, বসিরহাট থানার নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়ায় ওই মহিলা থাকতেন। তাঁর স্বামী জাহাঙ্গির মণ্ডল একবছর আগে মারা গিয়েছেন। ছেলে নয়ন মোল্লা কর্মসূত্রে কলকাতায় থাকেন। মেয়ে একটি মাদ্রাসায় থেকে পড়াশোনা করে। গতকাল সোমবার রাতে ছেলে নয়ন বসিরহাটের বাড়িতে যান। ডাকাডাকি করে কারও সাড়া পাওয়া যায়নি। এরপর বাড়ির ভিতরে ঢুকলে দেখা যায়, ওই মহিলা তোষক জড়ানো অবস্থায় পড়ে রয়েছেন। তোষক সরাতেই দেখা যায় চাপ চাপ রক্ত, মহিলার গলা কাটা। ঘটনা দেখেই খবর পাঠানো হয় বসিরহাট থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    মৃতদেহে পচন ধরেছে বলে খবর। পুলিশ অনুমান করছে, বেশ কয়েক দিন আগে এই ‘খুন’ করা হয়েছিল। মৃতদেহ লোপাট করার চেষ্টাও হয়েছে। সেই কারণে দেহ লেপ-তোষকে জড়ানো হয়েছিল। কিন্তু কী কারণে এই খুন? সম্পত্তি নিয়ে বিবাদ নাকি অবৈধ কোনও সম্পর্কের জন্য এই খুন করা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। তদন্তের স্বার্থে মৃতার ছেলে নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁর মোবাইলের কললিস্টও পরীক্ষা করা হচ্ছে বলে খবর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)