• কেশিয়াড়িতে কার্বলিক অ্যাসিড খাইয়ে স্ত্রী-কে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী, ঘাটালে বধূর অস্বাভাবিক মৃত্যু
    এই সময় | ০২ জুলাই ২০২৫
  • জেলার দুই প্রান্তে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার কেশিয়াড়িতে মায়ের চোখের সামনে মেয়েকে মারধর করে কার্বলিক অ্যাসিড খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। মৃতার স্বামী ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, ঘাটালে শ্বশুরবাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

    কেশিয়াড়ির মৃত গৃহবধুর নাম প্রমীলা জানা (২১)। সোমবার মেয়ের শ্বশুরবাড়িতে এসেছিলেন তাঁর মা রিমা। তাঁর অভিযোগ, স্বামী ও শাশুড়ি সঙ্গে কোনও কারণে বচসা হয়েছিল। তাই চরম পর্যায়ে পৌঁছয়। রিমা বাধা দিলে তাঁকে বেঁধে রেখে প্রমীলাকে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর চোখের সামনে প্রমীলার গলায় কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন রিমা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।

    প্রমীলার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর, জা-সহ শ্বশুড়বাড়ির লোকজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী প্রাণতোষ জানা ও ভাসুর মহীতোষ জানাকে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

    অন্য দিকে, ঘাটালে শ্বশুরবাড়ি থেকে পদ্মাবতী বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই চন্দ্রকোনা-১নং ব্লকের ক্ষীরপাই থেকে ঘাটাল হাসপাতালে পৌঁছন মৃতার বাপের বাড়ির লোকজন। তারপরই উত্তেজনার সৃষ্টি হয়।

    তাঁদের অভিযোগ, শাশুড়ির অত্যাচারের কারণেই পদ্মাবতী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় ঘাটাল থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের সঙ্গেও ঠেলাঠেলি-ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। তার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতে ঘাটালের এসডিপিও দুর্লভ সরকার বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বাপের বাড়ির লোকজন এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি।’ দু’টি ঘটনাতেই বুধবার মৃতদের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)