• ঠাকুরপুকুরে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, পরিচালক সিদ্ধান্তর বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ
    এই সময় | ০২ জুলাই ২০২৫
  • ঠাকুরপুুকুরে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। ঘটনার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ৮৬ দিনের মাথায় মঙ্গলবার আলিপুরের এসিজেএম আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলো।

    পুলিশ সুত্রে খবর, হিট অ্যান্ড রান মামলায় শুনানি চলছে আলিপুরের এসিজেএম আদালতে। সেখানেই এ দিন সিদ্ধান্তর বিরুদ্ধে ৩৫২ পাতার চার্জশিট পেশ করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন ৪৭ জন।

    ঘটনাটি ঘটে গত এপ্রিলে। একটি কালো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ঠাকুরপুকুর বাজারে। প্রায় ছয় জনকে ধাক্কা মারে। মৃত্যু হয় আমিনুর রহমান (৬২) নামে এক বৃদ্ধের। বাড়ি থেকে সবে বেরিয়েছিলেন তিনি। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ৬ জন আহত হন। সিদ্ধান্ত মত্ত অবস্থায় ওই গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ।

    অভিযোগ, প্রথমে গাড়িটি হাসপুুকুর এলাকায় কয়েকজনকে ধাক্কা মারে। তার পরে গাড়িটি ঢোকে ঠাকুরপুকুর বাজারে। সেখানে ৬ জনকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। ওই গাড়িতে বাংলার বিনোদন জগতের বেশ কয়েকজন ছিলেন বলে অভিযোগ। মত্ত অবস্থায় সেই গাড়িটি চালানোর অভিযোগে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তা খারিজ হয়ে গিয়েছিল। সেই মামলাতেই এবার সিদ্ধান্তর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল।

  • Link to this news (এই সময়)