• এমস থেকে ছুটি পেলেন অভিজিৎ, আপাতত দিল্লির বাসভবনেই থাকবেন তমলুকের বিজেপি সাংসদ
    আনন্দবাজার | ০১ জুলাই ২০২৫
  • দিল্লির এমস হাসপাতাল থেকে ছুটি পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তবে এখনই তিনি কলকাতায় ফিরছেন না। আপাতত দিল্লির বাসভবনে থাকবেন তমলুকের বিজেপি সাংসদ।

    দিন কয়েক আগে বিজেপির একটি সূত্র জানিয়েছিল, অভিজিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এক সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়। দিল্লি এমসে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। সেখানে ভর্তি হওয়ার পর তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর। কলকাতার হাসপাতালেও তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয়েছিল। এর পরে গত শনিবার অভিজিতের সঙ্গে এমসে দেখা করতে যান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। এ বার প্রাক্তন বিচারপতিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল।

    অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) সমস্যা নিয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিজিৎকে। সেখানে কিছু দিন তাঁর চিকিৎসা চলার পর পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্ব একযোগে সাংসদকে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তমলুক সাংসদের শারীরিক বিষয়টির দেখভাল করছিলেন।
  • Link to this news (আনন্দবাজার)