মুম্বই পুলিশ সেজে নবদ্বীপে এক মাস ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’! দুই কোটি টাকা খোয়ালেন এক মহিলা
আনন্দবাজার | ০১ জুলাই ২০২৫
ডিজিটাল গ্রেফতারের ফাঁদে পা দিয়ে প্রায় দু’কোটি টাকা খোয়ালেন নবদ্বীপের এক মহিলা। মুম্বই পুলিশ সেজে ওই মহিলাকে প্রায় এক মাস ধরে ডিজিটাল গ্রেফতার করে রাখা হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী জানিয়েছেন, এক মাসে দফায় দফায় প্রতারকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তিনি। অবশেষে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হন ওই মহিলা। কৃষ্ণনগর সাইবার থানায় অভিযোগ করেন তিনি। তার পরে তদন্ত শুরু করে পুলিশ।
কৃষ্ণনগর জেলা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা প্রতারকদের বেশ কিছু ফোন নম্বর চিহ্নিত করেছেন। দক্ষিণ ভারতের দু’টি রাজ্যের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, এমন কয়েক জনের খোঁজ চলছে। মনে করা হচ্ছে, ওই অ্যাকাউন্টের মালিকদের সঙ্গে প্রতারণার যোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতারিত ওই মহিলার নাম নিধি সাচনা ভাল্লাইল। তিনি আদতে কেরলের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নদিয়ায় নবদ্বীপে থাকেন। তাঁর বিরুদ্ধে ঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, সেই সুযোগ নিয়ে মুম্বই পুলিশ সেজে মহিলাকে ভয় দেখানো হয়। জানানো হয়, তাঁর বিরুদ্ধে মুম্বইয়ে অবৈধ কার্যকলাপের মামলা রয়েছে। সেই জন্য তাঁকে নজরবন্দি করে রাখা হচ্ছে। গ্রেফতারি থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে। অভিযোগ, ২৭ মে থেকে ১৮ জুন পর্যন্ত দফায় দফায় লক্ষ লক্ষ টাকা মহিলা অভিযুক্তদের অ্যাকাউন্টে পাঠাতে থাকেন। অবশেষে গত ২৪ জুন কৃষ্ণনগর সাইবার থানায় অভিযোগ করেন মহিলা।
কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে বলেন, ‘‘নবদ্বীপের এক মহিলার সঙ্গে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেছেন। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। সমস্ত নথিপত্র জোগাড় করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার পিছনে কারা যুক্ত, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’