• কলেজে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলের অনুমতি দিল হাই কোর্ট, তবে মানতে হবে শর্ত
    আনন্দবাজার | ০১ জুলাই ২০২৫
  • কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। কত লোক নিয়ে কখন মিছিল করা যাবে, তা বেঁধে দিয়েছে হাই কোর্ট।

    কসবার কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছিল রাজ্য বিজেপির যুব মোর্চা। বুধবার ওই মিছিল করার কথা তাদের। সেই মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা। কিন্তু বিজেপির এই কর্মসূচিতে আপত্তি জানায় রাজ্য। তার পরেই মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। তাদের আবেদন, রাসবিহারী মোড় (কালীঘাট মেট্রো স্টেশন) থেকে কসবা থানা পর্যন্ত মিছিল করতে চায় তারা।

    রাজ্যের যুক্তি, ধর্ষণকাণ্ডের প্রতিবাদের নামে সম্প্রতি কসবা থানায় অশান্তির ঘটনা ঘটে। গণধর্ষণের ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তেরা পুলিশ হেফাজতে রয়েছেন। থানা পর্যন্ত মিছিল হলে সমস্যা তৈরি হবে। রাজ্যের আপত্তি সত্ত্বেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিলের অনুমতি দিয়েছেন। তবে মামলাকারীদের প্রস্তাবিত মিছিলের রুট কিছুটা সংক্ষিপ্ত করেছে আদালত। শুনানিতে বিচারপতি ঘোষ মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন, অভিযুক্তেরা পুলিশ হেফাজতে রয়েছেন। এই অবস্থায় কেন কসবা থানা পর্যন্ত মিছিল করতে হবে? বিজেপিকে বিকল্প স্থানের প্রস্তাব দেয় আদালত। শেষ পর্যন্ত বিচারপতি জানান, বিজেপি মিছিল করতে পারবে। তবে মিছিল হবে রাসবিহারী মোড় থেকে বঙ্কুবিহারী স্ট্রিটের ক্রসিং (সাউথ ক্যালকাটা ল কলেজের বিপরীত) পর্যন্ত!

    শুধু মিছিলের রুট সংক্ষিপ্ত করা নয়, আরও কিছু শর্ত দিয়েছে হাই কোর্ট। বিচারপতি ঘোষ জানান, তিন হাজার লোক নিয়ে ওই কর্মসূচি করতে হবে। তার বেশি জমায়েত করা যাবে না। বুধবার দুপুর ১টা নাগাদ কর্মসূচি শুরু করতে হবে। বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে মিছিল। শর্ত হিসাবে আদালত আরও জানায়, যান চলাচলের জন্য রাস্তার তিন ভাগের এক ভাগ ছেড়ে মিছিল করতে হবে। কর্মসূচি থেকে কোনও সরকারি অফিসার বা কর্মচারীর উপর আঘাত করা যাবে না। সাউথ ক্যালকাটা ল কলেজ এবং কসবা থানা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টাও করতে পারবেন না বিক্ষোভকারীরা।
  • Link to this news (আনন্দবাজার)