পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশকর্মীর। মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়ন্ত ঘোষাল নামের এক আধিকারিকেরও। মহিষাদল থানার গাড়ুঘাটায় এই দুর্ঘটনার খবর পাওয়া পরেই এলাকায় যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে টহলের সময়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল-সহ আরও দুই পুলিশকর্মী। সেই সময়েই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে। গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে একটি জলাশয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় জিপের ভিতরে থাকা পুলিশকর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি।
এই ঘটনায় জয়ন্ত ঘোষাল নামের ওই আধিকারিক ছাড়াও সেখ সাহানার নামের এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।