ট্রাক্টরের ধাক্কায় জখম পঞ্চমের ছাত্রী, দুই কিমি হেঁটে প্রতিবাদ পড়ুয়াদের
বর্তমান | ০২ জুলাই ২০২৫
সংবাদদাতা, ফালাকাটা: বালিবোঝাই ট্রাক্টরের ট্রলির নীচে চাপা পড়লেও বরাত জোরে প্রাণে বাঁচল পঞ্চম শ্রেণির পড়ুয়া রুমা দাস। মঙ্গলবার এলাকাবাসী চালককে পাকড়াও করলেও পরে সুযোগ বুঝে সে পালিয়ে যাওয়ার ক্ষোভ ছড়ায় এলাকায়। আন্দলনে নামে পড়ুয়ারা। ছিলেন অভিভাবক ও স্থানীয়রাও। বেলা ১২টা নাগাদ খগেনহাট বানিয়াপাড়ায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় পথ অবরোধ। উত্তেজিত জনতাকে সামাল দিতে বসানো হয় পুলিস পিকেট। পরে বিকেল চারটে নাগাদ পুলিস ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ খগেনহাট জুনিয়র গার্লস হাইস্কুলের পড়ুয়া রুমা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। খগেনহাটের ব্যাঙ্কের সামনে আসতেই একটি বালি বোঝাই ট্রাক্টর ট্রলি পড়ুয়ার সাইকেলে ধাক্কা মারে। তাতে পড়ুয়া ট্রাক্টরের নীচে ফাঁকা অংশে ঢুকে যায়। ট্রাক্টরের চাকায় চাপা পড়ে পড়ুয়ার সাইকেল দুমড়ে মুচড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা আহতকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে জলপাইগুড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।
এদিকে, দুপুরের চড়া রোদেও সহপাঠীর বিচারের দাবিতে ও স্কুল শুরু এবং ছুটির সময় রাস্তায় ট্রাক্টর ট্রলি চলাচল বন্ধের দাবিতে দু’কিমি মিছিল করে পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন জমা দেয় তারা। খগেনহাট জুনিয়র গার্লস হাইস্কুলের টিআইসি অপর্ণা রায় বলেন, পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের তরফেও একটি ডেপুটেশন গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছে।
প্রধান সাধনী ওরাওঁ বলেন, পড়ুয়া ও স্কুলের তরফে স্কুলের সময়ে এই রাস্তায় ট্রাক্টর না চালানোর জন্য ডেপুটেশন পেয়েছি। কর্তৃপক্ষকে জানাব।
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। চালক পলাতক।