• নিউটাউনে বধূকে খুনে গ্রেপ্তার পলাতক মামা
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইকোপার্ক থানার অধীনে নিউটাউনের হাতিয়াড়ায় গলার নলি কেটে বধূকে খুনের ঘটনায় মৃতার মামাকে গ্রেপ্তার করল পুলিস। উত্তরাখণ্ডের দেরাদুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুরজকুমার পাসোয়ান। তার আসল বাড়ি বিহারে। প্রসঙ্গত, গত ২৬ মে বাড়ির ভিতর থেকে সুমনা সাউ (৩১) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও গলার নলি কেটে খুন করা হয়। ওইদিন রাতেই মৃতার স্বামী দিলীপ সাউ ইকোপার্ক থানায় সুমনাদেবীর মামা সুরজ কুমার পাসোয়ানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন। 

    ওই খুনের পরই অভিযুক্ত মামা নিউটাউন ছেড়ে পালিয়ে যায়। তাতেই পুলিস নিশ্চিত হয়ে যায়, মামাই এই ঘটনা ঘটিয়েছে। কারণ, সে যদি নির্দোষ হতো, তাহলে পালাত না। সিসি ক্যামেরার ফুটেজে পুলিস দেখেছিল, ঘটনার পর সে বাসে চেপে পালিয়ে যায়। তবে, কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত বিবাদ নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিস জানিয়েছে, ধৃতকে ট্রানজিট রিমান্ডে বিধাননগরে নিয়ে আসা হয়েছে। 

    তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)