• ঠাকুরপুকুর দুর্ঘটনাকাণ্ডে পরিচালকের বিরুদ্ধে চার্জশিট
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুর দুর্ঘটনাকাণ্ডে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিট জমা দিল লালবাজার। খুন ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ধারাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৩৫২ পাতার এই চার্জশিটে ৪৭ জন সাক্ষী রয়েছেন।

    চার্জশিটে পুলিস জানিয়েছে, চলতি বছরের ৬ এপ্রিল এই দুর্ঘটনা ঘটে। ৫  তারিখ রাতভর মদ্যপান করেন ওই পরিচালক। ওই অবস্থায় তিনি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ফিরছিলেন। এতটাই মদ্যপান করেছিলেন যে, দিন-রাতের তফাত বুঝতে পারেননি। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ঠাকুরপুকুর বাজারের কাছে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি। এক বৃদ্ধ পথচারীকে ধাক্কা মেরে ৫০ মিটার পর্যন্ত হিঁচড়ে নিয়ে যান। তাতে মৃত্যু হয় ওই বৃদ্ধের। তারপরেও তিনি গাড়ি থামাননি। সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। চার্জশিটে উল্লেখ রয়েছে, নেশার 

    ঘোরে বেপরোয়া গতিতে গাড়ি চালালে যে মৃত্যু হতে পারে, সেটা তিনি জানতেন। তবুও তিনি দুর্ঘটনা ঘটানোর পর গাড়ি থামাননি।
  • Link to this news (বর্তমান)