• বাইক আরোহীকে বাসের ধাক্কা
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ফ্লাইওভারে পথ দুর্ঘটনা। বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইকআরোহী। তাঁর নাম অরবিন্দ শেঠ (৭৫)। উত্তর কলকাতা দেওধর স্ট্রিটের বাসিন্দা তিনি। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে খান্নাগামী ফ্ল্যাঙ্কে। আহত ব্যক্তিকে উদ্ধার করে মুচিপাড়া থানার পুলিস। এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হাসপাতালে সূত্রে খবর, বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিস জানিয়েছে, হাওড়া- শিয়ালদহগামী ৭১ নম্বর রুটের একটি বাস বাইকে ধাক্কা মারে। ছিটকে পড়ে চালক ও আরোহী। ঘটনাস্থলে পৌঁছয় শিয়ালদহ ট্রাফিক গার্ড। পরে খবর পেয়ে আসে মুচিপাড়া থানা। লালবাজার জানিয়েছে, ঘটনার পরই চালক বাস ছেড়ে চম্পট দেয়। বাসটিকে আটক করেছে স্থানীয় থানা। 
  • Link to this news (বর্তমান)