মিউল অ্যাকাউন্ট খোলা জামতাড়া গ্যাংয়ের ৩ সদস্য সহ গ্রেপ্তার পাঁচ
বর্তমান | ০২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার প্রতারণায় লেনদেনের জন্য ‘মিউল অ্যাকাউন্ট’ বা ভাড়ার অ্যাকাউন্ট খুলেছিল জামতাড়া গ্যাংয়ের তিন সদস্য। তাদের পাশাপাশি এই গ্যাংয়ের মোট পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করল গার্ডেনরিচ থানার পুলিস। ধৃতরা হল মহম্মদ খুরশিদ আলম, জাহির আহমেদ, মহম্মদ বাসারত, গুলাম আনসারি ও মহম্মদ সাহাদাত আনসারি। কলকাতা পুলিসের ডিসি (পোর্ট) হরিকৃষ্ণাণ পাই এই খবর জানাচ্ছেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে গার্ডেনরিচ থানার পুলিসের দাবি, ধৃতরা মোটা টাকা কমিশনের ভিত্তিতে দেশজুড়ে সাইবার দুষ্কৃতীদের মিউল অ্যাকাউন্ট খুলতে সাহায্য করত। পাশাপাশি প্রি-অ্যাক্টিভেটেড সিমকার্ডের সাহায্যে ব্যাঙ্ক ম্যানেজারের ভুয়ো পরিচয় দিয়ে প্রথমে সাধারণ মানুষকে ফোন করত। সরল বিশ্বাসে মানুষ তাতে সাড়া দিলে তাঁদের অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে মোটা টাকা আত্মসাৎ করত। এই লেনদেনের জন্য ভাড়ার অ্যাকাউন্ট ব্যবহার করা হতো।
গার্ডেনরিচ থানার পুলিস সোমবার গভীর রাতে প্রথমে হাওড়া এবং কলকাতার বাসিন্দা যথাক্রমে মহম্মদ খুরশিদ আলম ও জাহির আহমেদকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জামতাড়া গ্যাংয়ের তিন সদস্যদের কথা জানতে পারে। তারপরই টোপ দিয়ে গার্ডেনরিচ থানা এলাকায় ডেকে পাঠানো হয়েছিল জামতাড়া গ্যাংয়ের তিন সদস্যকে। সেখান থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে পুলিস প্রায় ২ লক্ষ টাকা, ৩২টি এটিএম কার্ড, ৯টি মোবাইল, একাধিক চেকবই, ৪টি সিমকার্ড বাজেয়াপ্ত করেছে।