মুচিপাড়ায় মারধর ও শ্লীলতাহানি, অভিমানে আত্মহত্যার চেষ্টা মহিলার, গ্রেপ্তার দুই
বর্তমান | ০২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার গভীর রাতে মুচিপাড়া থানা এলাকায় এক মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। সেই নির্যাতন সহ্য করতে না পেরে মহিলা শেষমেশ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ওই ঘটনার তদন্তে নেমে মুচিপাড়া থানার পুলিস অভিযুক্ত দুই যুবককে পাকড়াও করে। মঙ্গলবার তাদের ব্যাঙ্কশাল কোর্টের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী ত্রিবেণী রেড্ডি ধৃতদের জামিনের আর্জির বিরোধিতা করে বলেন, এটি জঘন্য অপরাধের ঘটনা। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিস এখন তল্লাশি চালাচ্ছে। এই অবস্থায় ধৃতদের জামিন দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে মামলা। ধৃতদের আইনজীবীদের বক্তব্য, এটি তুচ্ছ ঘটনা। সাধারণ একটি ঘটনাকে অহেতুক বড় করে দেখানো হচ্ছে। তাই আমাদের মক্কেলদের যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। অভিযুক্তরা তদন্তে সবরকম সহযোগিতা করবে। বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতদের জামিন বাতিল করে দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ঘটনার পর ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেই পুলিসে খবর দেওয়া হয়। তার ভিত্তিতে পুলিস হাসপাতালে এসে মহিলার বক্তব্য রেকর্ড করে। সেই নথিকে পুলিস এফআইআর হিসেবে গ্রহণ করে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে। এরপর তদন্তে নেমে পুলিস দুই যুবককে গ্রেপ্তার করে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই মহিলাকে লক্ষ্য করে অভিযুক্তরা কুমন্তব্য করছিল। সোমবার রাতে তা চূড়ান্ত আকার নেয়। অভিযোগ, মহিলাকে একটি ঘরে আটকে সেখানে মারধর ও শ্লীলতাহানি করা হয়। পরে মহিলা চিৎকার করে উঠলে অভিযুক্তরা চম্পট দেয়।