• নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: একা পেয়ে নাবালিকার শ্লীলতাহানি! তাঁর হাত থেকে বাঁচতে কাঁচি দিয়ে অভিযুক্তের মাথায় মেরে পালায় কিশোরী। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম বাসুদেব সরকার (৪৫)। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছেন।

    পাঁচ বছর আগে কিশোরীর বাবা-মায়ের মৃত্যু হয়। এরপর জ্যেঠুর বাড়িতে থাকত ওই কিশোরী। সোমবার সকাল ৯টা নাগাদ বাড়ির পাশে মাঠে একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে যায় সে। কিশোরী আসার পরে পোল্ট্রি ফার্মের মালিক বাড়িতে খেতে চলে যান। সেই সুযোগে কিশোরীর হাত ধরে টেনে ফাঁকা জায়গায় একটি টিনের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। তখন কিশোরী হাতে থাকা কাঁচি দিয়ে অভিযুক্তের মাথায় আঘাত করে এবং চিৎকার শুরু করে। তখন অভিযুক্ত পালিয়ে যায়। ওখান থেকে ফিরে বাড়িতে এসে ঘটনার কথা জানায় নাবালিকা। রাতে থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর জ্যেঠু।
  • Link to this news (বর্তমান)