• সঠিক সময়ে মেলে না খাবার, মিড ডে মিলের রান্নাঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মিড ডে মিলের রাঁধুনিরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সঠিক সময়ে খাবার পরিবেশন করেন না। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে সরব হলেন অভিভাবকরা। মিড ডে মিলের রান্নার ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার উরেলচাঁদপুর পঞ্চায়েতের ঈশ্বরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীরা বলেন, রাঁধুনিদের ব্যবহার নিয়ে একাধিক বার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও লাভ হয়নি। দিনের পর দিন চলেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই স্কুলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিড ডে মিলের রান্নার কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাঁরা ছাত্রদের মারধরও করেন বলে অভিযোগ অভিভাবকদের। এদিন দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর পুলিস সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)