বিক্ষোভের জের, ভাসিলা স্টেশনে যাওয়ার রাস্তা সংস্কার করল রেল
বর্তমান | ০২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বেহাল রাস্তার কারণে ঘটছিল দুর্ঘটনা। যার জেরে সোমবার সাতসকালে বারাসত-হাসনাবাদ শাখার ভাসিলা স্টেশনে অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। সেই খবর প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। তারপরই নড়েচড়ে বসল রেলদপ্তর। অবশেষে স্টেশন যাওয়ার রাস্তা সংস্কার করল তারা। ফলে কিছুটা হলেও স্বস্তিতে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। যদিও এর স্থায়ী সমাধান চাইছেন তাঁরা।
বারাসত-হাসনাবাদ রেল শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ভাসিলা। নিত্যদিন বহু মানুষের আনাগোনা থাকে এই রেলস্টেশনে। কেউ বাইকে, কেউ সাইকেল, অটো বা টোটোতে স্টেশনে আসেন। কিন্তু এখানে আসার রেল লাইন লাগোয়া রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে রেললাইন ধরেই পারাপার করতে হতো। আর রবিবার রাতে রেললাইন ধরে পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন এক মহিলা। এরপর সোমবার দফায় দফায় বিক্ষোভ দেখান মানুষ। তারপরই নড়েচড়ে বসল রেল। স্থানীয় বাসিন্দা রেজাউল মল্লিক, সুদীপা কর্মকার বলেন, দীর্ঘদিন পরে রেলের টনক নড়েছে ঠিকই। কিন্তু আমাদের দাবি স্থায়ী সমাধান। যেভাবে ইট দিয়ে রাস্তার সংস্কার হল তা দীর্ঘস্থায়ী হবে না। একটু ভারী বৃষ্টি হলেই অবস্থা খারাপ হয়ে যাবে। এই ধরনের রাস্তা সংস্কার চাই না। নিজস্ব চিত্র