নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের গুরুত্বপূর্ণ রাস্তা ওল্ড ক্যালকাটা রোড দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টির জলে খানাখন্দগুলি এক-একটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ১৪ নম্বর রেলগেট থেকে ব্যাঙ্ক মোড় পর্যন্ত দুর্বিষহ অবস্থা। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। রাস্তার এই বেহাল দশার কথা উল্লেখ করে পোস্টার দিয়েছে সাধারণ মানুষ। মাঝেমধ্যে তাঁরা বিক্ষোভও দেখাচ্ছেন।
বি টি রোড তৈরি হওয়ার আগেই এটিই ছিল প্রধান রাস্তা। এটি বারাকপুরের ১৪ নম্বর রেলগেট থেকে সোজা সোদপুর গিয়েছে। রাস্তাটির খারাপ দশার জন্য বারাকপুরের কাউন্সিলাররা ক্ষোভের মুখেও পড়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, গত কয়েক মাস ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। একটু বৃষ্টি হলেই প্রতিটি গর্তে জল দাঁড়িয়ে যাচ্ছে। সাধারণত রিকশ ভাড়া যদি ২০ টাকা হয়, তাহলে একটু বৃষ্টি হলেই সেই ভাড়া চল্লিশ টাকা হয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগের শেষ নেই। তাই বাধ্য হয়ে আমরা পোস্টার দিয়েছি, যাতে সরকার বা প্রশাসনের টনক নড়ে।
মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। তিনি বলেন, সত্যিই রাস্তাটির হাল খুব খারাপ। বড় বড় কারখানার পণ্যবাহী ট্রাক এই রাস্তা দিয়েই যায়। ফলে রাস্তাটি ভেঙে গিয়েছে। সাড়ে তিন কিলোমিটার রাস্তা ভালো করে তৈরি করার জন্য পূর্ত দপ্তরের কাছে অনুরোধ করা হয়েছে। পূর্তদপ্তর এটি করবে। তিন কোটি টাকার ডিপিআর তৈরি হয়েছে। তবে কাজ বর্ষার পরে করা হবে। তার আগে আমরা প্যাচওয়ার্ক করে দেব। এর জন্য দশ লক্ষ টাকার টেন্ডার ডাকা হয়েছে। খুব শীঘ্রই প্যাচওয়ার্কের কাজ শুরু হবে।