• কল্যাণীতে পালিত বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিবস
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে মঙ্গলবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিবস উদযাপন করা হয়। ডাক্তার রায়ের মানসকন্যা হিসেবে পরিচিত শহর কল্যাণী। শহরের বিধান পার্কে ডাক্তার বিধানচন্দ্র রায় স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী। ওই সংগঠনের সভাপতি মনোরঞ্জন ভদ্র বলেন, শহরের বন্ধ কারখানাগুলি ফের খোলার দাবি রেখেছি আমরা।

    পাশাপাশি এদিন পুরসভার পক্ষ থেকে লেক পার্কে ডাক্তার বিধানচন্দ্র রায় আর্কাইভে এক অনুষ্ঠান হয়। দু’বছর আগে পুরসভার উদ্যোগে এই আর্কাইভটি তৈরি করা হয়েছিল। সেখানে কল্যাণী শহরের গোড়াপত্তন থেকে শুরু করে বিধানচন্দ্র রায়ের উন্নয়নমূলক নানান পরিকল্পনার ছবি সংগ্রহ করে রাখা হয়েছে। অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা হয়। পরে শহরের বরিষ্ঠ নাগরিকদের নিয়ে স্বাস্থ্যশিবির হয় ঋত্বিক সদনে। কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে, ১০ নম্বর ওয়ার্ডেও অনুষ্ঠান হয়।

    এদিনই তাঁকে শ্রদ্ধা জানিয়ে কল্যাণী ব্লকের চাঁদমারি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হল সরকারি অনুদানে তৈরি একটি গ্রন্থাগারের। পাশাপাশি নিউ বারাকপুর পুরসভার ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে ডে কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয়। এদিন পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা দমদম আর্ট কলেজের প্রাক্তন অধ্যাপক দেবাশিস মিত্র পুরসভা হাসপাতালের উন্নয়ন ও আধুনিকীকরণে ২৫ লক্ষ টাকা দান করেন।
  • Link to this news (বর্তমান)