• প্রতি পঞ্চায়েতে পিচ-প্লাস্টিকের রাস্তা তৈরির পরিকল্পনা উত্তর ২৪ পরগনায়
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: জেলার বিভিন্ন রাস্তা তৈরি করা হবে প্লাস্টিক ব্যবহার করে। পিচের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মেশানো হবে প্লাস্টিকের গুঁড়ো। জেলার ১৯৯টি গ্রাম পঞ্চায়েতে এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবসের সূচনাপর্বে এমনটাই ঘোষণা করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। প্রাথমিকভাবে প্রতিটি অঞ্চলে অন্তত একটি করে রাস্তা প্লাস্টিক দিয়ে তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী ৩ জুলাই  প্লাস্টিক মুক্ত দিবস। মঙ্গলবার তারই সূচনা হয়। তিন দিন চলবে নানা কর্মসূচি। এদিনের অনুষ্ঠান সভাধিপতি ছাড়াও জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পিনাকীরঞ্জন প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বুধ ও বৃহস্পতিবার জেলার প্রতিটি পঞ্চায়েত, ব্লক অফিস সহ সরকারি দপ্তরে প্লাস্টিক সংগ্রহের জন্য বিশেষ ক্যাম্প হবে।

    জল নিকাশির ক্ষেত্রে বড় বাধা হল প্লাস্টিক। সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নিলেও তাতে লাগাম টানা সম্ভব হয়নি। বর্ষা এলে সমস্যা আরও বাড়ে। আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবসের সূচনা উপলক্ষ্যে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে। জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলায় বেশ কয়েকটি জায়গায় প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে। আগামী দিনে ১৯৯টি পঞ্চায়েতের ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার করে তৈরি হবে রাস্তা। ইতিমধ্যে জেলা প্রশাসন বৈঠকে প্রাথমিকভাবে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে। আর সেই উদ্যোগ আমাদের জেলাতেও চলছে, এবার বড়সড় করে আমরা প্লাস্টিক মুক্ত জেলা গড়তে উদ্যোগ গ্রহণ করছি। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হবে প্লাস্টিক। আর তা দিয়ে তৈরি হবে রাস্তা। ফলে রাস্তা যেমন টেকসই হবে, পরিবেশও দূষণমুক্ত করা যাবে। রাস্তা তৈরিতে প্লাস্টিক ব্যবহারে সংকল্প নেওয়া হল।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)