পঞ্চদেশীয় সফরে যোগ দিতে আজ ঘানার উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ব্রাজিল সফরে তিনি কী করবেন তা নিয়ে এক্সে একটি পোস্ট করেছেন মোদী। তিনি বলেন, ‘আমার ব্রাজিল সফরের মধ্যে রয়েছে রিও ডি জেনেইরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং ব্রাসিলিয়ায় দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর। যা প্রায় ছয় দশকের মধ্যে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর।’
গলায় রেডিয়ো কলার বসানো হাতির দেখা মিলল জলপাইগুড়ি জেলার রামসাইতে৷ দীর্ঘ সময় পরে উত্তরবঙ্গের এই এলাকার বনাঞ্চলে রেডিয়ো কলার বসানো স্ত্রী হাতির দেখা মেলায় খুশির হাওয়া। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই রামসাই জলঢাকা নদীর চরে আশ্রয় নিয়েছে প্রায় পঞ্চাশটির বেশি হাতি। সেই দলের একাধিক শাবক সমেত পুরুষ ও স্ত্রী হাতিও রয়েছে। এরই মধ্যে সেই দলের সঙ্গে দিন কয়েক ধরে জলঢাকা নদীর ঘাসবনে রেডিয়ো কলার লাগানো হাতিটিকে দেখতে পান গ্রামবাসীরা। বন দপ্তর জানিয়েছে, তাঁরা হাতিটির গতিবিধির উপর নজর রাখছে।
বুধবার বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। বৃহস্পতিবার এই পদে নির্বাচন রয়েছে। তবে একের বেশি মনোনয়ন যদি জমা না পড়ে তাহলে আজই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।
পঞ্চদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ঘানার উদ্দেশে তিনি রওনা দেবেন। তার পর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ব্রাজ়িল, আর্জেন্টিনা এবং নামিবিয়ায় তাঁর যাওয়ার কথা রয়েছে। ৬ ও ৭ জুলাই মোদী ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।
বুধবার দুপুরে কসবা চলো-র ডাক দিয়ে পথে নামছে ভারতীয় জনতা যুব মোর্চা। সেই কর্মসূচিতে আজ যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাসবিহারী থেকে কসবার আইন কলেজ পর্যন্ত এই পদযাত্রা হবে। এর পর কসবায় পৌঁছে জনসভার করে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।
মঙ্গলবার মুর্শিদাবাদের নবগ্রাম থানায় কার্তিক মহারাজের হাজিরা দেওয়ার কথা ছিল। তবে পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ হাই কোর্টে ওই মামলার শুনানি রয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ দুপুরে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।