• বাস্তবায়িত ‘বাংলার বাড়ি’ প্রকল্প, অবশেষে মাথার ওপর ছাদ পেলেন আলিপুরদুয়ারের বাসিন্দারা
    আজকাল | ০২ জুলাই ২০২৫
  • অরিন্দম মুখার্জি: দীর্ঘদিন ধরে মাথারও পর স্থায়ী ছাদের আশায় দিন গুনছিলেন জয়ন্তীর অসংখ্য পরিবার। বর্ষার মধ্যে ত্রিপল টাঙিয়ে কোনওরকমে জীবন কাটাচ্ছিলেন তারা। তবে এবার তাঁদের স্বপ্ন পূরণ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের হাত ধরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারের সক্রিয় ভূমিকার ফলেই আলিপুরদুয়ারের জয়ন্তী অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে এই আবাসন প্রকল্প। স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, ‘যাঁদের মাথার উপর স্থায়ী ছাদ ছিল না, তাঁদের জন্য ঘর তৈরি করার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    তিনি আমাদের ওপর সেই দায়িত্ব দিয়েছেন, সেইমতো আমরা জেলা প্রশাসনের সহায়তায় প্রত্যেককে তাঁদের ঘর পৌঁছে দেওয়ার কাজ করছি’। বিধায়ক আরও জানান, এই আবাসন প্রকল্পের প্রতিটি ঘর যেন যথাযথভাবে তৈরি করা হয়, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই প্রকল্পে যাতে কোনও দুর্নীতি না হয়। জয়ন্তীর বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। এই আশার আলো নিয়ে এসেছে রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্প।
  • Link to this news (আজকাল)