চলতি সপ্তাহেও চলবে দুর্যোগ, তালিকায় আপনার জেলা আছে কিনা জেনে নিন?...
আজকাল | ০২ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপ সরে গেলেও ঝড়বৃষ্টি থামছে না বাংলায়। কারণ মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। রয়েছে ঘূর্ণাবর্তও। এসবের প্রভাবে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপ এখন সরে ঝাড়খণ্ডে গিয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর–পশ্চিম দিকে ঝড়খণ্ডের উপর দিয়ে এগোচ্ছে। মৌসুমি অক্ষরেখা এখন শ্রীগঙ্গানগর, রোহতক, কানপুর, বারাণসী, ঝাড়খণ্ড, দিঘা হয়ে দক্ষিণ–পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত। এসবের প্রভাবে সারা রাজ্যে ঝড়বৃষ্টি চলবে।
হাওয়া অফিস বলছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড়বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) জন্য দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে। সেখানে জারি হলুদ সতর্কতা। শনিবার এই চার জেলার সঙ্গে হাওড়া এবং বীরভূমেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। বুধবার উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।