• রাজ্যের কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল, কতদিন? জানালেন ব্রাত্য
    হিন্দুস্তান টাইমস | ০২ জুলাই ২০২৫
  • যাঁরা এখনও কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেননি, তাঁদের জন্য বড়সড় স্বস্তির খবর। স্নাতক স্তরে ভর্তির আবেদন করার সময়সীমা বাড়াল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সবমিলিয়ে আরও দুসপ্তাহ সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। ফলে এই সময়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়ারা আবেদন করতে পারবেন।


    এর আগে ঠিক হয়েছিল ১ জুলাই আবেদনের শেষ দিন। কিন্তু সেই সময়সীমা আরও বাড়িয়ে দেওয়ার কথা মঙ্গলবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি ‘এক্স’ পোস্ট করে লেখেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পড়ুয়াদের সুবিধার্থে ভর্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ব্রাত্য বসুর কথায়, উচ্চশিক্ষা দফতরের সেন্ট্রাল অনলাইন পোর্টাল চালুর দু’সপ্তাহ পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যেই লক্ষাধিক আবেদন জমা পড়েছে। ছাত্রছাত্রীদের আরও সুযোগ দিতে এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ভর্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

    উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নাম নথিভুক্ত করেছেন ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন পড়ুয়া। নাম নথিভুক্তদের মধ্যে ২ হাজার ৯০১ জন ভিনরাজ্যের বাসিন্দা। অনলাইন পোর্টালে ‘চ্যাটবট বীণা’ এখন পর্যন্ত ৩৩ হাজার ২৬৭টি প্রশ্নের জবাব দিয়েছে।

    এদিকে, মঙ্গলবার সকাল দশটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ‘বাংলার শিক্ষা পোর্টাল’ এবং ‘উৎসশ্রী’। বন্ধ থাকবে আগামী সোমবার ৭ জুলাই সকাল ১১টা পর্যন্ত। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ ঘিরে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে ক্যাটেগরি সংশোধনের প্রক্রিয়ায় সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে এই দুই ওয়েবসাইট। জানা গিয়েছে, বাংলার শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, আইওএসএমএস এবং স্কলারশিপ এই চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত পোর্টাল এতদিন পর্যন্ত চলত কেন্দ্রীয় ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার-এর মাধ্যমে। তবে এবার এই পোর্টালগুলিকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে এনে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে পশ্চিমবঙ্গ স্টেট ডেটা সেন্টারকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)