• দিল্লি থেকে ফোন, রাজ্য সভাপতি পদে মনোনয়ন শমীকের
    এই সময় | ০২ জুলাই ২০২৫
  • বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বেশি চর্চা হচ্ছে, বিজেপির আগামী রাজ্য সভাপতির নাম নিয়ে। কার হাতে বঙ্গ বিজেপির ব্যাটন উঠবে? বুধবার সকালে দিল্লি থেকে ফিরে রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে যান রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি যখন মনোনয়ন জমা দেন, সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। সূত্রের দাবি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই শমীক আজ মনোনয়ন জমা দেন। বিকেল ৪টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আর কেউ মনোনয়ন জমা না দিলে, বিনা ভোটে শমীকই রাজ্য সভাপতি নির্বাচিত হবেন।

    ইতিমধ্যেই বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমে বলেছেন, ‘সহমতের ভিত্তিতেই আমাদের পার্টি চলে। ফলে একটি নামই হবে বলে আমার বিশ্বাস। পার্টি যাঁর নাম ঠিক করবে, তিনিই নমিনেশন দেবেন।’ শমীক ছাড়া অন্য কেউ মনোনয়ন দেবেন বলে মনে করছেন না দলের প্রায় সকলেই। তবে কেউ যদি মনোনয়ন দেন, সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ভোটাভুটি হবে।

    আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে রাজ্যের প্রধান বিরোধী দলের সাংগঠনিক রাশ কার হাতে যাবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে আজই। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে নতুন রাজ্য সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান। বর্তমান রাজ্য সভাপতির কথায়, ‘পার্টির যেমন নির্দেশ থাকবে, সেই অনুযায়ী সভাপতি হবেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যে রকম সভাপতি প্রয়োজন, তেমন সভাপতিই হবেন।’

    সল্টলেকে বিজেপির অফিসে সকাল থেকেই নেতা, কর্মীরা আসতে শুরু করেন। রয়েছেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষেরা। দুপুর ২টো থেকে ৪ পর্যন্ত নমিনেশনের সময়সীমা নির্ধারিত হয়েছে। এর পরে বিকেল ৫টায় স্ক্রুটিনি।

  • Link to this news (এই সময়)