• সকালে রোদ, আজ কলকাতায় ঝড়-বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
    বর্তমান | ০২ জুলাই ২০২৫
  • কলকাতা: আজ, বুধবার সকাল থেকে খটখটে রোদ কলকাতার আকাশে। তবে দুপুরের পর দু-এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহর। সেইসঙ্গে দমকা হাওয়া। সর্বশেষ রিপোর্টে এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

    গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১১.৭ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে শহরে।

    দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপটি ছিল সেটি মঙ্গলবার ঝাড়খণ্ডের উপর সরে গিয়েছে। নিম্নচাপ সরে গেলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে। কোথাও কোথাও মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে পরের সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এটিও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)