বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য
প্রতিদিন | ০২ জুলাই ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার মনোনয়ন পেশ করেন। আর কেউ মনোনয়ন দেননি। তাই বিনা লড়াইয়ে সুকান্ত মজুমদারের জুতোয় পা গলালেন বিজেপির আদিকর্মী শমীক। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ কি সারাতে পারবেন তিনি? সেদিকে নজর থাকবে সকলের।
রাজ্য বিজেপির ব্যাটন কার হাতে থাকবে? রাজ্য সভাপতি পদের দায়িত্ব আরও একবার পাবেন সুকান্ত মজুমদারই? নাকি এবার দায়িত্বে অন্য কেউ? এহেন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। আগে থেকেই শোনা যাচ্ছিল শমীক ভট্টাচার্যের নাম। সেই জল্পনার অবসান হল এদিন। দিল্লি থেকে ফিরে বুধবার দুপুর দু’টোয় মনোনয়ন পেশ করেন শমীক। মনোনয়ন জমা দেওয়ার পর রাজ্য বিজেপির পুরনো দপ্তর মুরলি ধর সেন লেনে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় শমীক ভট্টাচার্যই রাজ্য বিজেপির সভাপতি হলেন।
বর্তমানে রাজ্যসভার সাংসদ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী শমীক। উঠে এসেছেন একেবারে তৃণমূলস্তর থেকে। মাত্র ৮ বছর বয়সে ১৯৭১ সালে স্বয়ংসেবক সংঘে যোগ দেন। এরপর দক্ষিণ হাওড়া মণ্ডলের যুবমোর্চার সাধারণ সম্পাদক হন। একটানা ১১ বছর যুবমোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। পরপর তিনবার রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। দলের জাতীয় কার্যকরী সমিতির সদস্য ছিলেন। রাজ্যের কোর কমিটিতেও ছিলেন তিনি। বসিরহাটের বিধায়কও ছিলেন। বর্তমানে রাজ্যসভা সদস্য হওয়ার পাশাপাশি দলের মুখপাত্রও।সম্প্রতি অপারেশন সিঁদুরের সাফল্যগাথা বিদেশের মাটিতে পৌঁছে দিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন শমীক। বিধানসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ রাজনীতির হাল ধরছেন তিনি।