• নদিয়ার সীমান্তে লড়াই, বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর
    প্রতিদিন | ০২ জুলাই ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন। টহলদারি বিএসএফ জওয়ানরা সেই ঘটনা দেখতে পান। পাচারকারীদের রোখার চেষ্টা হলে চলে গুলির লড়াই। বিএসএফের গুলিতে মারা গেল এক বাংলাদেশি পাচারকারী অনুপ্রবেশকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের গেদে হালদারপাড়া বিওপিতে।

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশি পাচারকারীরা এদেশে ঢোকার চেষ্টা করছিল। পাচারের জন্য তারা সীমান্ত পেরিয়ে আসছিল বলে অনুমান। বিএসএফ জওয়ানরা এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। লোকজনকে সীমান্ত পেরতে দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁরা সেখানে গিয়ে ওই ব্যক্তিদের তাড়া করে। সেসময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাচারকারীরা। প্রথমে কিছুটা পিছু হটেছিলেন জওয়ানরা। পরে জওয়ানরাও পালটা গুলি চালাতে থাকে। দুই পক্ষের মধ্যেই গুলি বিনিময় হয়। পরে পালিয়ে যায় ওই পাচারকারীরা।

    সীমান্ত এলাকায় তল্লাশি চালাতে উদ্ধার হয় এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএসএফের প্রাথমিক অনুমান, গুলিতেই ওই পাচারকারী মারা গিয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও কয়েকজন গুলিতে জখম হয়ে থাকতে পারে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের এলাকায় নজরদারি হবে বলে খবর। পাচার রোখার জন্য ওই সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)