‘মেয়েকে আর জি কর করে দেব’, মামলা তুলতে পাঁশকুড়ায় চিপসকাণ্ডে মৃত ছাত্রের মাকে হুমকি!
প্রতিদিন | ০২ জুলাই ২০২৫
সৈকত মাইতি, তমলুক: পাঁশকুড়া চিপসকাণ্ডে ছাত্রমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য মৃতের মায়ের উপর লাগাতার চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর জি করের কথা স্মরণ করিয়ে তাঁর মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এবিষয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতার মা।
ঘটনার সূত্রপাত মে মাসে। পাঁশকুড়ায় এক নাবালককে চোর ‘অপবাদ’ দেওয়া হয়েছিল। সকলের সামনে কান ধরে উঠবস করানো হয় বলে অভিযোগ। বিষয়টি জানার পর মা প্রকাশ্যেই ছেলের গায়ে হাত তুলেছিলেন। এরপরই উদ্ধার হয় নাবালকের দেহ। অনুমান, অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে খুদে। ঘর থেকে পাওয়া যায় একটি নোট। তাতে লেখা ছিল, ‘আমি চুরি করিনি মা’ লেখা। পরে সিসিটিভি ফুটেজেও দেখা যায় যে, ওই বালক চিপসের প্যাকেট চুরি করেনি। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল বাংলা। ১৬ দিনের মাথায় গ্রেপ্তার হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়র। বর্তমানে জেলে রয়েছে সে।
এই ঘটনায় এবার প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ। মৃত ছাত্রের মা পাঁশকুড়া থানায় আরও একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানেই তিনি দাবি করেন, মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছে তাঁকে। মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে সবমহল।